Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ সৌদি আরবগামী বিমানযাত্রী আটক


১০ জানুয়ারি ২০২০ ২১:৪৩

চট্টগ্রাম ব্যুরো: ইয়াবা নিয়ে সৌদিআরব যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন এক যাত্রী। তার কাছ থেকে ৭ হাজার ৭২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিমানবন্দরে প্রবেশের সময় তল্লাশিতে তার ট্রলি ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার নিরাপত্তা কর্মীরা। এরপর তাকে আটক করা হয়। আটক মো. মোকতার হোসেনের (৫২) বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

বিজ্ঞাপন

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম সারাবাংলাকে জানান, মোকতার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দাগামী ফ্লাইট বিজি-১৩৫ এর যাত্রী ছিলেন। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিমানবন্দরে প্রবেশের সময় স্ক্যানিং মেশিনে মোকতারের ট্রলি ব্যাগে নিরাপত্তাকর্মী সঞ্জীব বড়াল ইয়াবা শনাক্ত করেন। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ইয়াবা নিয়ে সৌদি আরব যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেন।

আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে শহীদুল জানিয়েছেন।

ইয়াবা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বিমানযাত্রী আটক

বিজ্ঞাপন

প্লেব্যাক করলেন মোশাররফ করিম
২২ জানুয়ারি ২০২৫ ১৮:০৬

আরো

সম্পর্কিত খবর