Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরু


১০ জানুয়ারি ২০২০ ২০:০৩

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিব শতবর্ষে’র ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৫টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন করেন।

আগামী ১৭ মার্চ প্রথম প্রহর পর্যন্ত রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘড়ি বঙ্গবন্ধুর শতবর্ষের ক্ষণগণনা করবে। উদ্বোধনের সময় এতে অপেক্ষার ক্ষণ দেখানো হয় ৬৬ দিন ৬ ঘণ্টা ৪০ মিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের অন্যান্য স্থানে স্থাপিত ঘড়ির চেয়ে ব্যতিক্রমধর্মী ঘড়ি স্থাপন করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব লোগোও রয়েছে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘অন্যান্য বছরের চেয়ে এ বছরের স্বদেশে প্রত্যাবর্তন দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এবছর পালিত হবে মুজিববর্ষ। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় অনেক কর্মসূচি হাতে নিয়েছে। যার মধ্যে রয়েছে আমরা জাতির জনককে ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া, মলচত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর পূর্ণাঙ্গ অবয়বে একটি ভাষ্কর্য নির্মাণ, টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের সহায়তায় ১৫-১৬ মিনিটের একটি ডকুমেন্টারি তৈরি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এনামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নিজামুল হক ভূইয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকারসহ অন্যরা।

বিজ্ঞাপন

জাতির পিতা ঢাকা বিশ্ববিদ্যালয় মুজিববর্ষ মুজিববর্ষের কাউন্টডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর