Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নৌকার কোনো ব্যাক গিয়ার নেই, আছে এগিয়ে যাওয়ার প্রত্যয়’


১০ জানুয়ারি ২০২০ ১৯:৫৬

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, নৌকার কোনো ব্যাক গিয়ার নেই, আছে এগিয়ে যাওয়ার প্রত্যয়।

এ সময় তিনি একটি আধুনিক, মানবিক, গতিময় শহর গড়তে আগামী ৩০ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা ৪ নম্বর সেক্টরে নির্বাচনী পরিচালনা অফিসে এ সব কথা বলেন আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে নৌকা মার্কা হলো উন্নয়নের প্রতীক। নৌকার কোনো ব্যাক গিয়ার নেই, নৌকার শুধু উন্নয়নের গিয়ার আছে। নৌকার গিয়ার একটাই-ফ্রন্ট গিয়ার।’

ঢাকা উত্তর সিটির এই মেয়রপ্রার্থী বলেন, ‘ঢাকাকে একটি আধুনিক, মানবিক, গতিময় শহর গড়তে আগামী ৩০ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিন। আমি কাজ পাগল একজন মানুষ, আমি কাজ করতে চাই। আমি ফাঁকি মারতে পছন্দ করি না। এই কাজপাগল মানুষ আপনাদের নিয়ে এই শহর গড়তে চাই।’

এ সময় প্রতিপক্ষের সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, ‘আমাকে এক সাংবাদিক প্রশ্ন করেছেন, আমার প্রতিপক্ষ না কি বলেছে আমার তো বয়স হয়ে গেছে। আমি বলতে চাই—বয়সের চেয়ে বড় হচ্ছে মাথার ভেতরে বয়স কত রয়েছে। আমি মনে করি, আমার প্রতিপক্ষ থেকে আমার সেই মাথার বয়স বেশি আছে, সাহস আছে। আমার মাথার যে বয়স আছে, সেই বয়স দিয়ে আমার প্রতিপক্ষকে আরো ৫০ বছর বেশি সামনের দিকে নিতে পারব।’

প্রতিপক্ষকে কীভাবে দেখছেন সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের চাচা-ভাতিজার সম্পর্ক। প্রতিপক্ষের বাবা একজন স্বনামধন্য ব্যবসায়ী। যে কোনো প্রতিপক্ষকেই আমরা শক্তিশালী প্রতিপক্ষ বলে মনে করি। কাউকেই ছোট করে দেখব না।’

বিজ্ঞাপন

৯ মাস মেয়রের দায়িত্ব পালন করা আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহর একটি অপরিকল্পিত শহর। অল্প সময়ে আমি চেষ্টা করেছি, এই নগরীর সবার জন্য কাজ করে যেতে। নাগরিকরা আমাকে সহযোগিতা করলে এই অপরিকল্পিত শহরকে পরিকল্পিত করে গড়ে তুলতে পারব ইনশাল্লাহ।’

এ সময় ডেঙ্গু মোকাবিলায় বছরের ৩৬৫ দিনই কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘ডেঙ্গু আমাদের জন্য একটি অশনিসংকেত। তবে যতটুকু সময় পেয়েছি তাতে সর্বোচ্চ চেষ্টা করে গেছি।’

প্রতিপক্ষের নির্বাচনী প্রচারে সাবেক এমপি ও মন্ত্রী মওদুদ আহমদের প্রচারণা চালানোর বিষয়টি উল্লেখ করে আতিকুল বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, অন্ততপক্ষে যারা এমপি আছেন, তারা যেন আমাদের সঙ্গে মাঠে নেমে কাজ করতে পারেন। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য এই বাধাটুকু যেন না থাকে।’

আতিকুল ইসলাম বলেন, ‘মেয়র নির্বাচিত হলে মেয়রসহ সব কাউন্সিলরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হবে।’

একই সঙ্গে নিরাপদ সড়ক ও নিরাপদ শহর গড়ে তোলার জন্য প্রত্যয় ব্যক্ত করেন তিনি

এর আগে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী।

আওয়ামী লীগ ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সিটি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর