Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ৩ লাখ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, ব্যবসায়ী কারাগারে


১০ জানুয়ারি ২০২০ ১৮:২৯

চাঁপাইনবাবগঞ্জ: জেলার রামজীবনপুরে মেয়াদোত্তীর্ণ ৩ লাখ ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ ওষুধ বিক্রি ও গুদামজাত করার অপরাধে ব্যবসায়ী মো. রাসেলকে ৬ মাসের কারাদণ্ড ও ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত রাসেল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামজীবনপুর-দিননাথপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে এই অভিযান চালানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও র‌্যাবের অপারেশন দল রামজীবনপুর এলাকায় অভিযান চালায়। এ সময় গুদামজাত করা অবস্থায় মেয়াদোত্তীর্ণ ২ লাখ ২০ হাজার বড় ট্যাবলেট এবং ক্যাপসুল, ৭৫ হাজার ছোট ট্যাবলেট জব্দ করে।

পরে গুদামটি সিলগালা করে দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ মেয়াদোত্তীর্ণ ওষুধ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর