Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইজারে সেনাঘাঁটিতে হামলা: ২৫ সেনা ও ৬০ জঙ্গির মৃত্যু


১০ জানুয়ারি ২০২০ ১৭:৩৮

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি সেনাঘাঁটিতে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত ২৫ সেনা মারা গেছেন। দেশটির পশ্চিমাঞ্চলে মালির সঙ্গে সীমান্ত এলাকায় অবস্থিত ঘাঁটিতে এই হামলা চালানো হয়। খবর বিবিসির।

একইসঙ্গে, বিমান হামলা চালিয়ে ৬০ জঙ্গিকে হত্যার দাবি করেছে নাইজার কর্তৃপক্ষ। এই অভিযানে অংশীদারি দেশের সেনারা অংশ নিয়েছেন।

গত মাসে আইএস জঙ্গি সমর্থিত একটি গোষ্ঠী নাইজারে হামলা চালিয়ে ৭১ সৈন্যকে হত্যা করে। নাইজার ও এর প্রতিবেশী দেশগুলো প্রায়ই জঙ্গি হামলার শিকার হচ্ছে।

বিদ্রোহী ও জঙ্গিদের দমনে ব্যস্ত ৫টি দেশের একটি নাইজার। বাকি দেশগুলো হলো, বুরকিনা ফাসো, চাদ, মালি ও মৌরতানিয়া। নিরাপত্তা ও শান্তিরক্ষায় নাইজারে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে।

জঙ্গি হামলা নাইজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর