Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর ‘অবতরণ দৃশ্য’ দেখতে প্যারেড গ্রাউন্ডে বিশিষ্টজনরা


১০ জানুয়ারি ২০২০ ১৬:১০ | আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ১৬:২৮

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী দৃশ্য দেখতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে (তেজগাঁও পুরাতন বিমানবন্দর) আসতে শুরু করেছেন বিশিষ্টজনরা।

জাতির পিতার শারীরিক উপস্থিতি না থাকলেও লেজার লাইটের মাধ্যমে তার অবয়ব বিমানের দরজায় ফুটিয়ে তোলা হবে। বঙ্গবন্ধুর অবয়বের আলোটি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে লালগালিচার মাথায় এসে থেমে যাবে। আর এই আলোকে স্বাগত জানাবে নবপ্রজন্মের ১৫০ শিক্ষার্থীর প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

আর এভাবেই শুরু হবে মুজিববর্ষের কাউন্টডাউন শুরুর আনুষ্ঠানিকতা।

বিমান থেকে বঙ্গবন্ধুর নামার দৃশ্যটি দেখতে আমন্ত্রিত অতিথিদের জন্য বিমানবন্দর চত্বরের একপাশে বসার ব্যবস্থাও করা হয়েছে। এরইমধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কাউন্টডাউনস্থলে উপস্থিত হয়েছেন। একদিকে সাধারণ গ্যালারীতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আছেন। অন্যদিকে বিশিষ্টজনদের জন্য আলাদা গ্যালারিতে বসার ব্যবস্থা করা হয়েছে।

এরইমধ্যে সেখানে এসে পৌঁছেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, ড. রেহমান সোবহান, ড. বদরুদ্দোজা চৌধুরী, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ, সংসদ সদস্য সুলতান মনসুর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

এ ছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতা, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা, উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২০-২১ সালকে মুজিববর্ষ ঘোষণা করেছে সরকার। ১৭ মার্চ বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে বছরব্যাপী উদযাপন। মুজিববর্ষ উদযাপন মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। শুক্রবার ক্ষণগণনা শুরু হচ্ছে।

বিজ্ঞাপন

এদিন বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষের লোগো উন্মোচন ও ক্ষণগণনা উদ্বোধন করবেন।

টপ নিউজ পুরাতন বিমানবন্দর বঙ্গবন্ধু শেখ মুজিব স্বদেশ প্রত্যাবর্তন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর