Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন স্মরনীয় হয়ে থাকবেন’


১০ জানুয়ারি ২০২০ ১৪:০৭ | আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ১৫:২৭

ঢাকা: বঙ্গবন্ধু জম্ম নিয়ে বাংলাদেশের ইতিহাস তৈরিতে ভূমিকা রেখে গিয়েছেন। যা বলার প্রয়োজন পড়েনা, সকলের সেটা জানা রয়েছে। বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন স্মরনীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস-১০ জানুয়ারি’ ৭২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ওই সময় বঙ্গবন্ধুর সাথে আমার দেখা হওয়ার সুযোগ হয়েছিলো। বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থায় তথ্য জানার জন্য অনেক চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছিল। বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থায় তৎকালীন জেলার বলেছিলেন উনি অনেক বড় মাপের নেতা। বঙ্গবন্ধু মৃত্যুকে কখনো ভয় করেননি। বাংলাদেশ যতদিন থাকবে ততদিনও তিনি স্মরনীয় হয়ে থাকবে।

তিনি বলেন, এদেশের মালিক জনগণ সেটা সংবিধানে লিখে গিয়েছেন বঙ্গবন্ধু। সেই জিনিসটা সকলকেই মনে রাখতে হবে। সেই ক্ষমতাকে আমাদের রক্ষা করতে হবে। বঙ্গবন্ধুর স্বাক্ষরিত আদেশ জাদুঘরে সংরক্ষিত রয়েছে। সেই স্বাক্ষরিত দলিল আমাদের স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের দেখতে যাওয়া উচিত। আজকে বঙ্গবন্ধুর শ্রদ্ধা করার বড় উপায় হচ্ছে তার কথা মেনে চলা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জান্নাতুল আরাবী, জগলুল হায়দার, মোকাবির খান, মেজবাহ উদ্দিন আহমেদ, ড. সাহাজানসহ অনেকেই।

ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর