বান্ধবীর সহায়তায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, ঢামেকে ভর্তি
১০ জানুয়ারি ২০২০ ১৪:০৩ | আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ১৫:৩৬
ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১০ জানুয়ারি) ভোরে নির্যাতিতা কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মশিউর রহমান জানান, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কামরাঙ্গীরচরের পূর্বরসুলপুর এলাকার একটি নির্মানাধীন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে ওই কিশোরীকে গণধর্ষণ করা হয়।
ওসি বলেন, কাছেই একটি এলাকায় বসবাস করা ওই কিশোরীকে বৃহস্পতিবার বিকেলে তার বান্ধবী বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং তারই সহায়তায় কিশোরীটিকে ধর্ষণ করা হয় বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
এই ঘটনায় ওই বান্ধবীসহ ছয়জনকে আসামি করে কিশোরীর মা থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।