চট্টগ্রামে দ্রুতগামী বাস কেড়ে নিল ব্যাংক কর্মকর্তার প্রাণ
১০ জানুয়ারি ২০২০ ১৩:৩৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে দ্রুতগামী বাসের চাপায় বেসরকারি ব্যাংকের একজন কর্মকর্তার মৃত্যু হয়েছে। পুলিশ এস আলম পরিবহনের মালিকানাধীন বাসটি আটক করেছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে নগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোকাম্মেল হক চৌধুরী (৫০) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি বেসরকারি আরব-বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার পদে কর্মরত ছিলেন। বাসা নগরীর মোহাম্মদপুর এলাকায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ সারাবাংলাকে জানিয়েছেন, সকালে এস আলম পরিবহনের একটি দ্রুতগামী বাস নগরীর মোহাম্মদপুর মাজারের কাছে বাসার অদূরে মোকাম্মেলকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার দেবদূত মজুমদার।