ধানমন্ডিতে জাল টাকার কারখানায় র্যাবের অভিযান
১০ জানুয়ারি ২০২০ ১১:৪৪ | আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ১৪:১৯
ঢাকা: রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকার একটি বাসায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে ওই বাসায় অভিযান চালিয়েছে র্যাব।
র্যাব-১০ এর অভিযানে ওই বাসা থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়েছে। এসময় আটক করা হয়েছে দুইজনকে।
শুক্রবার র্যাব-১০ এর অপারেশন অফিসার মেজর শাকিল শাহরিয়ার সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কোটি টাকার ওপরে জাল টাকা উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।