Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষক নিবন্ধন: ২ মাসে আসবে ২ পরীক্ষার ফল


১০ জানুয়ারি ২০২০ ১০:৫২

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধনের দুই পরীক্ষার ফল যথাক্রমে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে প্রকাশ হবে বলে জানা গেছে। এর মধ্যে ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল ২০ জানুয়ারির মধ্যে প্রকাশ করার কথা রয়েছে। আর ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল ফেব্রুয়ারি মাসে প্রকাশ করা হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এস এম আশফাক হুসেন সারাবাংলাকে বলেন, ‘১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রস্তুত করা হচ্ছে। ২০ জানুয়ারির মধ্যে আমরা ফল প্রকাশের চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘১৫তম নিবন্ধনের ফল প্রকাশের পর ১৬তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলও প্রকাশ করা হবে। ফেব্রুয়ারিতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে চলতি বছরের মাঝামাঝি সময়ে মৌখিক পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে। এমনটা করা গেলে এ বছরের মধ্যেই ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলও দেওয়া যাবে।’

২০১৯ সালের ১৫ নভেম্বর থেকে শুরু হয় ১৫তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা। যেখানে স্কুল ও কলেজ পর্যায়ে ১৩ হাজার ৩৪৫ জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে স্কুল পর্যায়ে ১০ হাজার ৯৬৮ জন, স্কুল-২ পর্যায়ে ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে ১ হাজার ৬০৭ জন প্রার্থী অংশ নেন। একই বছরের ২৬ ও ২৭ জুলাই লিখিত পরীক্ষা ও ১৯ এপ্রিল ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা খাতা যাচাই করে পরীক্ষকরা নম্বর জমা দিয়েছেন বলে এনটিআরসিএ সূত্রে জানা গেছে। তবে নম্বর তালিকা তৈরি করার পুরো প্রক্রিয়াটি শেষ করতে পুরো জানুয়ারি মাস সময় লাগবে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে এনটিআরসিএ’র চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেন, ‘চলতি মাসে ১৫তম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের কাজ থাকায় লিখিত পরীক্ষার ফল ধীর গতিতে প্রস্তুত করা হচ্ছে। তবে এভাবে কাজ করেও ফেব্রুয়ারিতেই ১৬তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব।’

১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমানারি পরীক্ষার ফল প্রকাশ হয় ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর। যেখানে স্কুল পর্যায়ে ৮৪ হাজার ৬৯৬ জন, স্কুল-২ পর্যায়ে ১১ হাজার ৫৪৭ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৩২ হাজার ২৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হন। ৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করা পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন।

ফল প্রকাশ শিক্ষক নিবন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর