Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দারুস সালামে গলায় মাফলার পেঁচানো মৃতদেহ উদ্ধার


৯ জানুয়ারি ২০২০ ২২:৩০

ঢাকা: রাজধানীর মিরপুর দারুস সালামের একটি বাসা থেকে আনোয়ার হোসেন নুরী (৪২) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মৃতদেহটির গলায় মাফলার পেঁচানো ছিল। তাকে দুষ্কৃতকারীরা শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর সোয়া দুইটার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

দারুসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দারুস সালাম গোলারটেকের একটি দোতলা বাড়ির নিচতলায় একাই থাকত আনোয়ার হোসেন। আনোয়ারের গলায় মাফলার গিট দেওয়া অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা বাসায় প্রবেশ তাকে মাফলার দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে।

তিনি আরও জানান, নিহতের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়। বাবার নাম কুব্বাত আলী। সে গোলারটেকের ওই বাসায় একাই থাকত। প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরেছি, নিহত আনোয়ার পেশায় কম্পিউটার প্রশিক্ষক হিসেবে কাজ করতো। পুলিশ বিস্তারিত জানার জন্য কাজ করছে।

দারুস সালাম মাফলার পেঁচানো মিরপুর মৃতদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর