Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজো মনে হয় বঙ্গবন্ধু হাত ধরে আছেন: আফজালুর রহমান


৯ জানুয়ারি ২০২০ ২১:১৬

ময়মনসিংহ: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বলেছেন, আমার সৌভাগ্য হয়েছিল শৈশবে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর হাত ধরে হাঁটার। আমার আজো মনে হয়, বঙ্গবন্ধু এখনো হাত ধরে আছেন। যেন পথ না হারাই।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় ঐতিহাসিক টাউন হল চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ তাকে সংবর্ধনা জানান।

বিজ্ঞাপন

আফজালুর রহমান বলেন, বঙ্গবন্ধু জাতির মুক্তিদাতা। তিনি স্বাধীনতার মহান স্থপতি। ৭৫’র ১৫ আগস্ট ষড়যন্ত্রকারীরা তাকে সপরিবারে হত্যার মাধ্যমে দেশে অন্ধকার অধ্যায়ের সূচনা করেছিল। আজো ষড়যন্ত্র থেমে নেই। তবু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আইএস’র উত্থানের আদলে বিএনপি এ দেশে সন্ত্রাস করেছে। জঙ্গিবাদের উন্মত্ততা ছড়িয়ে দিয়ে ইরাক, লিবিয়া ও সিরিয়ার মতো দেশকে বিপন্ন করতে চেয়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা তা হতে দেননি, তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশ রক্ষা পায়।

সব ছাপিয়ে আমি ময়মনসিংহের সন্তান। ময়মনসিংহ সুখী, সমৃদ্ধ ও উন্নত জেলায় পরিণত হবে বলে আশা করি— বলেন আফজালুর রহমান।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং, মারুফা আক্তার পপি, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুর আলম, ময়মনসিংহের সিটি মেয়র ইকরামুল হক টিটু।

আরও বক্তব্য রাখেন গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট।

বিজ্ঞাপন

স্বাগত বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খোকন।

সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। তিনি বলেন, আফজালুর রহমান বাবুকে জননেত্রী শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। ময়মনসিংহের জনগণ এতে আনন্দিত, উচ্ছ্বসিত।

আওয়ামী লীগের দলীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানে জনসভায় পরিণত হয়।

স্বেচ্ছাসেবক লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর