Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুষের পৌনে ২ কোটি টাকাসহ প্রকল্প কর্মকর্তা আটক


৯ জানুয়ারি ২০২০ ১৯:৪২ | আপডেট: ৯ জানুয়ারি ২০২০ ১৯:৪৩

ঢাকা: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামকে ঘুষের এক কোটি ৭০ লাখ টাকাসহ আটক করেছে দুনীর্তি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, কমিশনের হটলাইন ১০৬-এ আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের উপপরিচালক আবু হেনা মো. আশিকুর রহমানের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামের অফিস ও বাসায় অভিযান চালায়। অভিযানেঅবৈধ ও ঘুষের মাধ্যমে অর্জিত ১ কোটি ৭০ লাখ টাকাসহ তাজুল ইসলামকে আটক করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন বলে জানান প্রনব কুমার ভট্টাচার্য।

আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা ঘুষের টাকা টপ নিউজ দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর