Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী সপ্তাহে মার্কিন-চীন বাণিজ্য চুক্তি


৯ জানুয়ারি ২০২০ ১৮:৪৭ | আপডেট: ৯ জানুয়ারি ২০২০ ১৯:৫৩

চীনের প্রশাসনিক উপপ্রধান এবং দেশটির বাণিজ্য আলোচনা দলের প্রধান লিউ হে জানিয়েছেন, আগামী সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রথম ধাপের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলোচনার সময় তিনি একথা বলেন। খবর রয়টার্স।

এদিকে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফেং রয়টার্সকে জানিয়েছেন, জানুয়ারির ১৩-১৫ তারিখ ওয়াশিংটন সফর করবেন লিউ হে। তিনি আরও জানিয়েছেন, দুই পক্ষের বাণিজ্য আলোচনা দলের সদস্যদের মধ্যে যোগাযোগ অব্যাহত আছে এবং চুক্তি স্বাক্ষরের সকল প্রক্রিয়া চলমান আছে।

বিজ্ঞাপন

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, চীনের সাথে প্রথম দফা বাণিজ্য চুক্তি জানুয়ারির ১৫ তারিখে হোয়াইট হাউজে স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চীনের উচ্চপদস্থ প্রতিনিধিদের উপস্থিতি এই চুক্তি স্বাক্ষরিত হবে। তারপর তিনি বেইজিং সফর করে বাণিজ্য চুক্তির পরবর্তী ধাপের ব্যাপারে আলোচনা করবেন।

এই প্রথম দফার বাণিজ্য চুক্তির আওতায়, চীনা পণ্য আমেরিকায় ঢোকার ক্ষেত্রে শুল্ক হ্রাস এবং কৃষিপণ্য ক্রয়ের ক্ষেত্রে চীনকে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন করার ব্যাপারটি নিয়ে আলোচনা থাকবে। এছাড়াও জ্বালানি এবং তৈরি পোশাকসহ কয়েকটি খাত নিয়ে মেধাস্বত্ত্ব সংক্রান্ত বিরোধেরও অবসান ঘটানো হবে। তবে ওই চুক্তির কোনো লিখিত কপি এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, দেড় বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়ে চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিল। তাদের অভিযোগ ছিল, চীন বাণিজ্য খাতে অসৎ উপায় অবলম্বন করছে। তারা অনেক পণ্যের মেধাস্বত্ত্ব চুরি করে নিয়েছে। এছাড়াও মার্কিন সরকারের ভর্তুকি নিয়ে চীনের রাষ্ট্রয়াত্ত্ব অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান অবৈধ মুনাফা অর্জন করছে।

বিজ্ঞাপন

চীন বাণিজ্য চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর