Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসি’র ওপর জাপার পূর্ণ আস্থা রয়েছে: রুহুল আমিন হাওলাদার


৯ জানুয়ারি ২০২০ ১৮:৫১

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এদিন দুপুর ৩টা থেকে ঘণ্টাব্যাপী বৈঠক করেন জাতীয় পার্টির শীর্ষ স্থানীয় নেতারা।

বৈঠক শেষে রুহুল আমিন হাওলাদার আরও বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে জাতীয় পার্টির কোনো আপত্তি নেই।

তিনি বলেন, ইভিএম নিয়ে আমরা কমিশনকে বলেছি— এটি একটি নতুন ব্যবস্থা। এটা বুঝতে সময়ের প্রয়োজন। ইভিএম’র ওপর ট্রেনিংয়ের প্রয়োজন ছিল। বাই দিস টাইম, ইভিএম পদ্ধতিতে কতোগুলো নির্বাচন হয়েছে। তখন আমরা অনেকটা সচেতন হয়েছি। সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, জনগণ যেন সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে আরও সতর্ক হতে হবে।

আমরা বলছি, প্রশাসন যেন নিরপেক্ষ থাকে। আমাদের প্রাণকেন্দ্র ঢাকা, এখানে যা কিছু হবে সারাবিশ্বের মানুষ তা দেখবে। রাষ্ট্র, সরকার ও দেশের জনগণের সম্মান এই নির্বাচনের সঙ্গে জড়িত। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করি। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে বিষয়ে এখই সতর্ক হতে হবে। আমি মনে করি, আগেই ব্যবস্থা নেওয়া হলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না। কমিশন সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন— বলেন জাপার কো-চেয়ারম্যান।

জাতীয় পার্টি জাপা টপ নিউজ ডিএনসিসি ডিএসসিসি সিটি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর