Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুষসহ ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা আটক


৯ জানুয়ারি ২০২০ ১৫:০০ | আপডেট: ৯ জানুয়ারি ২০২০ ১৫:৫২

ঢাকা: এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল তাকে আটক করে।

দুদক সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে সরকারি চালের কেজি প্রতি ৩ টাকা হারে ঘুষ দাবি করেন খাদ্য কর্মকর্তা ইলিয়াস হোসেন। এই অভিযোগের প্রেক্ষিতে তাকে ফাঁদ পেতে আটক করা হয়। তার বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে বলেন, ইলিয়াস হোসেনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর ফাঁদ পেতে তাকে খুলনা দুদকের একটি টিম আটক করেছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা হবে।

টপ নিউজ দুদক

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর