Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যপ্রাণী রক্ষায় পল্লী বিদ্যুৎ বোর্ড ও বন বিভাগকে আইনি নোটিশ


৯ জানুয়ারি ২০২০ ১৩:৪৩ | আপডেট: ৯ জানুয়ারি ২০২০ ১৫:৩৭

ঢাকা: সংরক্ষিত বনাঞ্চলে বন্যপ্রাণী রক্ষায় বৈদ্যুতিক সংযোগ বন্ধ এবং আহত প্রাণিকুলের সু-চিকিৎসার দাবি জানিয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বাংলাদেশ বন বিভাগকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (পিএডব্লিউ) পক্ষে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আইনি নোটিশটি পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

বিদ্যুৎ খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ সচিব, প্রধান বন সংরক্ষক, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সাতজনকে নোটিশ পাঠানো হয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চলের জাতীয় উদ্যানের আহত বানরদের উদ্ধার করে সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে বলা হয়েছে। অন্যথায় বিবাদীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চলের জাতীয় উদ্যানের ভেতর দিয়ে স্থাপিত বিদ্যু নিরোধক আবরণহীন বৈদ্যুতিক তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত এবং নিহত হচ্ছে অসংখ্য বানর। বিভিন্ন জাতীয় দৈনিকে এ খবরটি গত এক সপ্তাহ ধরে প্রচার হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনও কোনো সন্তোষজনক পদক্ষেপ নিতে দেখা যায়নি। অথচ বানরসহ জাতীয় উদ্যানের অন্যান্য বন্যপ্রাণীর জীবন হুমকির মুখে রয়েছে।

উল্লেখ্য ময়মনসিংহের ফুলবাড়িয়া বনে পল্লী বিদ্যুতের কভারবিহীন তারে বিদ্যুস্পৃষ্ট হয়ে তিন সপ্তাহে অন্তত দশটি বানর ঝলসে গেছে বলে বনবিভাগ জানিয়েছে। বিদ্যুৎ বিভাগের ‘খামখেয়ালিপনার’ কারণেই দুর্ঘটনাগুলো ঘটেছে বলে বন কর্মকর্তাদের ভাষ্য।

বিজ্ঞাপন

ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুরে প্রাকৃতিক বনাঞ্চল রয়েছে। এখানে সাড়ে ৩শর মতো বানর অবাধে বিচরণ করে। কিছুদিন আগে বনের ভেতর দিয়ে পল্লী বিদ্যুতের কভারবিহীন উচ্চ ভোল্টেজের লাইন টানা হয় এবং গত ১৫ ডিসেম্বর এর উদ্বোধন করা হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে বিদ্যুতের তারে জড়িয়ে ১০টির মতো বানরের শরীর, হাত, পা ও মুখ ঝলসে গেছে।

বন্যপ্রাণী সন্তোষপুর বনাঞ্চল