ব্রিটিশ রাজপরিবারের দায়িত্ব ছাড়ছেন হ্যারি-মেগান
৯ জানুয়ারি ২০২০ ১২:৫৭ | আপডেট: ৯ জানুয়ারি ২০২০ ১৩:০১
প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল রাজপরিবারের রীতিনীতি ও দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে যাচ্ছেন। অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তারা ঘোষণা করেছেন।
বুধবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যৌথ বিবৃতিতে তাদের অব্যাহতির বিষয়টি জানানো হয়। খবর বিবিসির।
তবে ব্রিটিশ রাজপরিবার বলছে, বিষয়টি ‘জটিল’। এমন সিদ্ধান্তে রয়েল প্যালেস ‘হতাশ’।
হ্যারি ও মেগান আচমকা সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এমনকি তাদের পরিবার কিংবা রানির সঙ্গেও আলোচনা থেকে বিরত ছিলেন।
বিবৃতিতে হ্যারি-মেগান বলেছেন, অনেক মাস সিদ্ধান্তের পর তারা এমন সিদ্ধান্তে এসেছেন। সময় কাটাবেন যুক্তরাজ্য ও উত্তর আমেরিকায়। কমনওয়েলথ ও রানির বার্তা বহন করবেন। তাদের সন্তানের বেড়ে উঠার ক্ষেত্রে এটি সহায়ক হবে।