ধর্ষক মজনুর ১০ দিনের রিমান্ডে চায় ডিবি
৯ জানুয়ারি ২০২০ ১২:১৬ | আপডেট: ৯ জানুয়ারি ২০২০ ১৪:০২
ঢাকা: সিরিয়াল রেপিস্ট মজনুর ১০ দিনের রিমান্ড চায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এজন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরের পর ধর্ষক মজনুকে ঢাকার সিএমএম আদালতে তোলা হবে। তার আগে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ কমিশনার মশিউর রহমান।
তিনি জানান, ধর্ষক মজনুকে র্যাব গ্রেফতার করেছে। পুলিশ তাকে কোনো জিজ্ঞাসাবাদ করতে পারেনি। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। এজন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
গত ৫ জানুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাস থেকে ভুল করে কুর্মিটোলা বাস স্ট্যান্ডে নামেন। সেখান থেকে তার গন্তব্যে যাওয়ার পথটি নির্জন ছিল। পথে তাকে অনুসরণ করে মজনু। একপর্যায়ে তাকে পেছন থেকে জাপটে ধরে ঝোঁপের আড়ালে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়েও। ঘটনার চারদিনের দিনের মাথায় বুধবার (৮ জানুয়ারি) মজনুকে গ্রেফতার করে র্যাব।