মানিকগঞ্জে মা ও শিশুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২০ ১১:৪২
মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি বাড়ি থেকে মা ও তার শিশু সন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ৮ টার দিকে উত্তর কাউন্নারা গ্রামের নিজ বাড়ি থেকে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন প্রবাসী মজনু মিয়ার স্ত্রী পারভিন বেগম (২৬) ওতাদের সন্তান নূর মোহাম্মদ (৪)।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গত রাতে প্রতিদিনের মতো ছেলেকে নিয়ে ঘুমাতে যান পারভীন। সকালে তাদের ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহদুটি উদ্ধার করে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
ওসি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্তের পরই বলা যাবে।