‘ওয়ার্মআপ শেষ, আগামী ৫ বছর নগরবাসীকে সেবা দিতে প্রস্তুত আমি’
৮ জানুয়ারি ২০২০ ১৮:৩৮ | আপডেট: ৮ জানুয়ারি ২০২০ ২১:৫৬
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে (ডিএনসিসি) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, নয় মাসের দায়িত্ব পালন ছিল ওয়ার্ম আপ। এই সময়ে আমি কঠিন অনুশীলন করেছি। এই ওয়ার্ম আপ শেষে আগামী পাঁচ বছর নগরবাসীকে সেবা দিতে প্রস্তুত আমি। সেজন্য আপনাদের দোয়া চাই।
বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীতে নির্বাচনী কার্যালয়ে মৎস্যজীবী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘আপনাদের ভোটে নির্বাচিত হয়ে নয় মাস মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন আরেকটি নির্বাচন চলে এসেছে। আমি সততা দিয়ে কাজ করেছি। ঢাকাবাসীর সুখে-দুঃখে পাশে থেকেছি। এ সময়ে অনৈতিক কোনো কিছু কখনও আমাকে স্পর্শ করতে পারেনি। নিজের দক্ষতা-যোগ্যতা দিয়ে কাজ করে গেছি। নিরাপদ, আলোকিত ঢাকা উপহার দেওয়ার চেষ্টা করে গেছি। তবে এই নয় মাস সময়টা ছিল আমার কাছে কঠোর অনুশীলনের। নয় মাসের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি পথ চলতে চাই। আমি নির্বাচিত হলে এই কঠোর ওয়ার্মআপ আগামী ৫ বছরে নগরবাসীকে সেবা দিতে সাহায্য করবে।’
দায়িত্ব পালনের এই নয় মাসে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন দাবি করে আতিকুল ইসলাম বলেন, ‘দায়িত্ব নেওয়ার পরপরই আবরার মারা যাওয়ার পর ছাত্র আন্দোলন শুরু হয়। এফআর টাওয়ার অগ্নিকাণ্ড, গুলশান মার্কেট অগ্নিকাণ্ড হয়।’
নয় মাস ধরে ডেঙ্গু মোকাবিলাকে চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরে আতিকুল ইসলাম বলেন, ‘আমি বলেছিলাম, চাঁন রাতে ডেঙ্গু নিয়ে কথা বলে লাভ নেই। মশার ওষুধ আনার যে সিন্ডিকেট ছিল তা এরই মধ্যে ভেঙে দিতে পেরেছি। ডেঙ্গু নিয়ে আমাদের ৩৬৫ দিনই কাজ করে যেতে হবে।’
তিনি বলেন, ‘সততার সঙ্গে কাজ করলে জনগণ পাশে থাকে। আমি সততা-দক্ষতা আর অভিজ্ঞতার হাত ধরে এগিয়ে যেতে চাই। সততার সাথে কাজ করলে প্রধানমন্ত্রী তাকে পুরস্কৃত করবেন।’
তিনি বলেন, ‘ব্যক্তি আতিক হলে আমি হয়তো আমার ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই থাকতাম। কিন্তু এখন আমি আর ব্যক্তি আতিক নই। আমি আওয়ামী লীগের প্রার্থী, মৎস্যজীবী লীগের প্রার্থী, দলীয় সমস্ত অঙ্গ সংগঠনের প্রার্থী।’
মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেন, ‘সিটি ইলেকশন আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে আমরা সবাই যেন এক সঙ্গে ঝাঁপিয়ে পড়তে পারি সেই প্রতিজ্ঞা করতে হবে।’
আতিকুল ইসলামের সঙ্গে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর প্রমুখ।
আতিকুল ইসলাম ডিএনসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশন মৎস্যজীবী লীগ