Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা


৮ জানুয়ারি ২০২০ ১৬:৩৯ | আপডেট: ৮ জানুয়ারি ২০২০ ১৭:৩৫

ঢাকা: ২৭৪ কোটি ৯১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দদুক)।

বুধবার (৮ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ মামলাটি দায়ের করেন।

এর আগে প্রশান্ত কুমার হালদারকে গত বছরের ১৪ নভেম্বর জিজ্ঞাসাবাদ করে দুদক।

জানা যায়, প্রশান্ত কুমার হালদার রিলায়েন্স ফাইন্যান্সসহ অন্যান্য প্রতিষ্ঠানের এমডি থাকা অবস্থায় তার আত্মীয়স্বজনকে বেশ কয়েকটি লিজিং কোম্পানির ইনডিপেন্ডেন্ট পরিচালক বানান। একক কর্তৃত্বে অদৃশ্য শক্তির মাধ্যমে পিপলস লিজিংসহ বেশ কয়েকটি লিজিং কোম্পানির টাকা বিভিন্ন কৌশলে বের করে আত্মসাৎ করেন।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর