আন্দোলনের মুখে আসাম সফর বাতিল করেছেন মোদি
৮ জানুয়ারি ২০২০ ১৪:৪৮ | আপডেট: ৮ জানুয়ারি ২০২০ ১৬:২৭
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী চলমান আন্দোলনের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পূর্ব নির্ধারিত আসাম সফর বাতিল করেছেন। জানুয়ারির ১০ তারিখ থেকে খেলো ইন্ডিয়া ইয়্যুথ গেমস ২০২০ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীর আসামের গুয়াহাটিতে উপস্থিত থাকার কথা ছিল। বুধবার (৮ জানুয়ারি) মোদির সফর বাতিলের খবর জানিয়েছে দ্য অয়্যার।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আসামের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পরামর্শেই প্রধানমন্ত্রী দফতরের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসামের রাজ্য সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী দফতরকে জানানো হয়েছে, সিএএ বিরোধী আন্দোলনে আসাম বর্তমানে উত্তাল। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর আসাম সফর ঝুঁকিপূর্ণ হবে।
সিএএ পাস হওয়ার পর থেকে দ্বিতীয়দফা আসাম সফর বাতিল করলেন নরেন্দ্র মোদি। এর আগে, ডিসেম্বরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সাথে আসামে এক দ্বি পক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল তার।
আসামের দৈনিক নিয়োমিয়া বার্তা জানিয়েছে, জানুয়ারির ৫ তারিখে গুয়াহাটি স্টেডিয়ামে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে সিএএ বিরোধী স্লোগান দিতে থাকে ভারত-শ্রীলংকার ক্রিকেট ম্যাচ দেখতে আসা দর্শকরা। স্টেডিয়ামের বড় পর্দায় যতবার মুখ্যমন্ত্রীর ছবি দেখানো হয়েছে ততবারই বিক্ষোভে উত্তাল হতে দেখা গেছে দর্শকদের।
বিজেপির কয়েকটি সূত্র জানিয়েছে, আসামের পরিবর্তে জানুয়ারির ১০ তারিখে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সফর করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি কলকাতা বন্দরে একটি অনুষ্ঠানে যোগ দিবেন।
এদিকে, মঙ্গলবার (৭ জানুয়ারি) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের উপদেষ্টা (এএএসইঊ) সমুজ্জ্বল ভট্টাচার্য জানিয়েছেন, আনন্দের খবর যে গুয়াহাটিতে খেলো ইন্ডিয়ার আত্যোজন অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রধানমন্ত্রী যদি ঐ আয়জনে অংশ নিতে যান, তাহলে নিশ্চিতভাবেই তিনি বিশাল প্রতিরোধের মুখে পড়বেন।
প্রধানমন্ত্রীর সফর বাতিলের খবরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের (এএএসইউ) সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ দ্য অয়্যারকে জানিয়েছেন, আসামের প্রতিবাদী মানুষের মুখোমুখি হওয়ার মতো সাহস সঞ্চয় করতে পারছে না বিজেপি সরকার, তাই এই সফর বাতিল করা হয়েছে।