Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে আলু ক্ষেতে পড়ে ছিল হোটেল শ্রমিকের মৃতদেহ


৮ জানুয়ারি ২০২০ ১৪:০৪

জয়পুরহাট: জয়পুরহাটে জিহাদ হোসেন নামে এক হোটেল শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ জানুয়ারি) সকালে পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া এলাকার একটি মাঠ থেকে পুলিশ জিহাদের মৃতদেহ উদ্ধার করে।

নিহত জিহাদ একই উপজেলার ফিসকারঘাট গ্রামের মজনু মিয়ার ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, প্রায় দেড় বছর ধরে জিহাদ চাঁনপাড়া বাজারে আবুল কালাম আজাদের হোটেলে কাজ করত। তিনদিন আগে হোটেল মালিকের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি যায়। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় হোটেলে কাজে ফেরার কথা বলে বাড়ি থেকে বের হয় জিহাদ।

বুধবার সকালে চাঁনপাড়া এলাকার একটি আলু ক্ষেতে কাজ করতে যাওয়া কৃষকরা জিহাদের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

ওসির ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে জিহাদকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। তবে বিস্তারিত তদন্তের পরই বলা সম্ভব হবে।

শ্বাসরোধে হত্যা হোটেল শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর