Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রাথমিক বিদ্যালয় থেকে নীতি শিক্ষা বাধ্যতামূলক করা উচিত’


৮ জানুয়ারি ২০২০ ১২:৫০ | আপডেট: ৮ জানুয়ারি ২০২০ ১৪:৪৮

ঢাকা: সমাজের সকল স্তরে নৈতিকতা পুনরুদ্ধার ও শিক্ষিত জাতি গঠনে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চশিক্ষা পর্যন্ত নীতিশাস্ত্র বাধ্যতামূলক করা অতি জরুরী। পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি, সাবেক বাংলাদেশ রাইফেলফ বা বিডিআর) হত্যা মামলায় হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণে আদালত এ মন্তব্য করেন।

বুধবার (৮ জানুয়ারি) বিডিআর হত্যাকাণ্ডের এ মামলায় ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়।

বিজ্ঞাপন

রায়ের পর্যবেক্ষণে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী বলেন, নৈতিকতার অবক্ষয়ের কারণে সমাজের প্রতি স্তরে অসম প্রতিযোগিতা দৃশ্যমান। আইনের শাসন, ন্যায়বিচার, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা প্রতিষ্ঠায় নীতিশাস্ত্রের অধ্যায়ন অপরিহার্য।

পিলখানা হত্যাকাণ্ড: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের ভবিষ্যৎ প্রজন্মের বসবাস উপযোগী উন্নত সমাজ প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসনে মানবিক গুনাবলীর সুনাগরিক হিসেবে গড়ে তোলার পরিবেশ সৃষ্টি করা উন্নয়নশীল রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরী বলেও মনে করেন আদালত।

পিলখানায় সে সময় বিডিআর হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে দায়ের করা ওই মামলায় ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে ২০১৭ সালের নভেম্বর রায় দেন হাইকোর্ট। একইসঙ্গে ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। মামলার ৪৫ আসামি খালাস পান।

বিডিআর হত্যাকাণ্ড হাইকোর্টের পূর্নাঙ্গ রায় প্রকাশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর