Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা সিটি নির্বাচন: আ.লীগ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইসি


৮ জানুয়ারি ২০২০ ১৩:১৯

ঢাকা: আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগেরে একটি প্রতিনিধি দল।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুরু হয়েছে বৈঠকটি।

এতে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলটির নির্বাচনি পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার অনুপস্থিতের কমিশনের নেতৃত্ব দিচ্ছেন কমিশনার মাহবুব তালুকদার।

এইচ টি ইমাম ছাড়াও আওয়ামী লীগের প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, নির্বাচনি পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট দেবুল কুমারসহ অন্যরা।

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন বিষয়ে একটি বৈঠকে অংশ নেয়ার জন্য চট্টগ্রামে অবস্থান করায় সিইসি আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকতে পারেন নি। তবে কমিশনের পক্ষে মাহবুবব তালুকদার ছাড়াও উপস্থিত আছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও বিগ্রেডিয়ার জেনারেল ( অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

ইসির একটি সূত্র জানিয়েছে, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির বিষয়সহ বিভিন্ন বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হবে।

এর আগে সোমবার (৬ জানুয়ারি) বিএনপি’র দুই প্রার্থীকে নিয়ে বৈঠক করেছিল নির্বাচন কমিশন।

আওয়ামী লীগের প্রতিনিধি দল টপ নিউজ ঢাকা সিটি নির্বাচন নির্বাচন কমিশন (ইসি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর