৮ ঘণ্টা পর পাটুরিয়ায়-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
৮ জানুয়ারি ২০২০ ১০:৫৩ | আপডেট: ৮ জানুয়ারি ২০২০ ১০:৫৪
মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (৮ জানয়ারি) সকাল ১০টার দিকে কুয়াশা কিছুটা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে আটকে ছিল যাত্রীবাহ বাস, ট্রাকসহ ছোট বড় কয়েকশ যানবাহন। ঘাটের দুই পাড়েই সৃষ্টি হয় যানজট।
বিআইডাব্লিউটিসির আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, মঙ্গলবার রাত থেকে কুয়াশায় পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে বাড়তে থাকে কুয়াশাও। এক পর্যায়ে কুয়াশা এতটাই বেড়ে যায় যে, সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। তাই নৌ দুর্ঘটনা এড়াতে গতরাত ২টা থেকে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। রাত থেকে মাঝ নদীতে আটকে থাকে ৫টি ফেরি। বুধবার সকাল ১০টার দিকে কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়ে গেছে বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, বুধবার সকাল ১০টা পযন্ত পাটুরিয়া ঘাটে বাস, ট্রাকসহ ছোট বড় প্রায় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। ফেরি পারাপার শুরু হলে এই চাপ কমে আসবে।
এর আগে সকালে মুন্সিগঞ্জ থেকে সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জানিয়েছেন, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত থেকেই ঘন কুয়াশা পড়তে শুরু করায় দিবাগত রাত দেড়টার দিকে নৌচলাচল বন্ধ হয়ে যায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে। প্রায় ছয় ঘণ্টা পর বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ রুটে নৌচলাচল শুরু হয়। এসময় ঘাটে লোড থাকা পাঁচটি ফেরি কাঁঠালবাড়ির পথে ছেড়ে যায়। অন্যদিকে কাঁঠালবাড়ি ঘাটে লোড থাকা তিনটি ফেরি শিমুলিয়ার পথে রওনা হয়। রাতে মাঝ নদীতে নোঙর করে থাকা ছয়টি ফেরি দুই ঘাটে পৌঁছেছে বলেও জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
মাওয়া ঘাটে দায়িত্বরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মেরিন ইঞ্জিনিয়ার শাজাহান আলী জানান, কুয়াশার কারণে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৭টার পর ফেরি চলাচল শুরু হয়েছে। ১৪টি ফেরি কার্যক্রম পরিচালনা করছে। শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ রয়েছে। আশা করছি, দুপুর নাগাদ চাপ কমে যাবে।
এই নৌরুটে পারাপারের জন্য মুন্সিগঞ্জর লৌহজং উপজলার শিমুলিয়া ঘাট এলাকায় তিন শতাধিক ছোট-বড় যানবাহন অপেক্ষমাণ। এর মধ্যে ছোট গাড়ির সংখ্যাই বেশি। ঘাটে আটকা পড়া নাইট কোচগুলোকে আগে পারাপারের সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে ঘাট কর্তৃপক্ষ।