শখের মৎস্য শিকারি
৮ জানুয়ারি ২০২০ ১০:০১ | আপডেট: ৮ জানুয়ারি ২০২০ ১৩:৩৮
শীতের আগমনে পানি কমতে শুরু করেছে খাল-বিলে। শুরু হয়েছে মাছ ধরার উৎসব। খাল-বিল-নদীনালায় পানি কম থাকায় জেলেদের পাশাপাশি শখের মৎস্য শিকারীও নেমে পড়েছে মাছ ধরতে। ঢাকার আশুলিয়া ও বিরুলিয়া বেড়িবাঁধ এলাকা থেকে মাছধরার ছবিগুলো তুলেছেন সারাবাংলা সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান