Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের কাউন্সিলর পদে উত্তরে ১টি ও দক্ষিণে ২টি পদে পরিবর্তন


৮ জানুয়ারি ২০২০ ০৪:২৭

ঢাকা: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে তিনটি পরিবর্তন এনেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরমধ্যে উত্তরে একটি ও দক্ষিণে দুটি পদে পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. নাসির এবং দক্ষিণ সিটি করপোরেশন ৫ নং ওয়ার্ডে সবুজ বাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস ও ৮ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. সুলতান মিয়াকে সমর্থন দেওয়া হয়েছে।

এর আগে (২৯ ডিসেম্বর) আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর তালিকায় উত্তরের ২০ নং ওয়ার্ডে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান এবং দক্ষিণের ৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আশ্রাফুজ্জামান ও ৮ নং ওয়ার্ডে সহ-সম্পাদক ইসমাইল জবিউল্লাহর নাম ঘোষণা করে।

আওয়ামী লীগ পদ পরিবর্তন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর