Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ ঢাবি শিক্ষার্থীর অনশন ভাঙালেন উপাচার্য-প্রক্টর


৭ জানুয়ারি ২০২০ ২৩:১১ | আপডেট: ৭ জানুয়ারি ২০২০ ২৩:১৭

রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষার্থীর অনশন ভাঙিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী। শিক্ষার্থীরা বলছেন, সুষ্ঠু বিচারের আশ্বাসে তারা অনশন ভেঙেছেন। তবে তবে ২০ জানুয়ারির মধ্যে তাদের চার দফা দাবি পূরণ না হলে তারা ফের অনশন শুরু করবেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাবি উপাচার্য ও প্রক্টর রাজু ভাস্কর্যের পাদদেশে এসে চার শিক্ষার্থীদের অনশন ভাঙান। এর মধ্যে একজন শিক্ষার্থী টানা ৪৮ ঘণ্টা অনশনে ছিলেন।

বিজ্ঞাপন

অনশন ভাঙার পর সিফাতুল ইসলাম সারাবাংলাকে বলেন, আপাতত অনশন স্থগিত করেছি। আগামী ২০ জানুয়ারির মধ্যে চার দফা দাবি পূরণ না হলে আবারও অনশন করব। কেবল মামলার অগ্রগতি নয়, আমরা একটি দৃশ্যমান সামাজিক পরিবর্তন চাই। আমরা যদি দেখি ২০ জানুয়ারির মধ্যে মামলার অগ্রগতি হয়েছে, তাহলেই আমার আমার ৪৮ ঘণ্টার অনশন সার্থক হবে।

এর আগে, রাজধানীর কুর্মিটোলা এলাকায় এক ঢাবি শিক্ষার্থীর ধর্ষণের শিকার হওয়ার খবর শুনেই রোববার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সিফাতুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী।

সিফাতের সঙ্গে সংহতি জানিয়ে সোমবার থেকে অনশনে যোগ দেন ঢাবির আরও তিন শিক্ষার্থী। তারা হলেন— মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রাসেল, তথ্য ও প্রযুক্তি ইনস্টিউটের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান নাফিজ এবং ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুর রহমান।

বিজ্ঞাপন

অনশন করা চার শিক্ষার্থীর চার দফা দাবিগুলো হলো— অবিলম্বে ধর্ষককে গ্রেফতার করে আইনের আওতায় আনা, সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিভাবকের ভূমিকা পালন করা, ধর্ষণের বিরুদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগ নেওয়া এবং দ্রুত ট্রাইবুনালের মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা।

৪ ঢাবি শিক্ষার্থীর অনশন অনশন কুর্মিটোলায় ধর্ষণ টপ নিউজ ঢাবি উপাচার্য ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর