Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্ভয়া’র চার ধর্ষককে ফাঁসিতে ঝোলানোর আদেশ


৭ জানুয়ারি ২০২০ ২১:০৯ | আপডেট: ৮ জানুয়ারি ২০২০ ১০:১৬

দিল্লিতে বাসে ‘নির্ভয়া’কে ধর্ষণ ও তার মৃত্যুর ঘটনায় ৪ ধর্ষকের মৃত্যুদণ্ড আগামী ২২ জানুয়ারি কার্যকরের আদেশ দিয়েছেন  আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্তা ও মুকেশ সিং।

তবে আগামী ১৪ দিনের মধ্যে উচ্চতর আদালতে শেষবারের মতো রিভিউর আর্জি জানাতে পারবেন আসামিরা। গত মাসেই অক্ষয় সিং-এর রিভিউ পিটিশন খারিজ করে দেন সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার (৭ জানুয়ারি) এ তথ্য দেয় সংবাদমাধ্যম বিবিসি।

প্রসঙ্গত, ২০১২ সালে দিল্লিতে একটি চলন্ত বাসে অত্যাচার ও ধর্ষণ করা হয় এক মেডিকেল শিক্ষার্থীকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় ভারতে প্রবল বিক্ষোভ হয়। নির্ভয়ার পরিবার অভিযোগ করে আসছিলেন, বিচারের দীর্ঘসূত্রিতার কারণে তারা কন্যা হত্যার বিচার পাচ্ছেন না।

নির্ভয়ার হত্যা-ধর্ষণ মামলায় অপর দুই আসামির মধ্যে রাম সিং কারাগারে আত্মহত্যা করেন। এছাড়া অন্যজনের প্রাপ্তবয়স্ক না হওয়ায় (১৭) তাকে সংশোধনকেন্দ্রে রাখার পর ২০১৫ সালে মুক্তি দেওয়া হয়।

ধর্ষকের মৃত্যুদণ্ড ধর্ষণ নির্ভয়া মামলা ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর