Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতির উদ্দেশে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী


৭ জানুয়ারি ২০২০ ২০:২৪ | আপডেট: ৮ জানুয়ারি ২০২০ ১০:৪২

ঢাকা: টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর সেই সরকারের দায়িত্বভার গ্রহণের একবছর পূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে গত একবছরে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। চলার পথে ভুল-ত্রুটি থাকলে সেগুলো শুধরে নিয়ে আগামী দিনে পথচলার অঙ্গীকার করেছেন তিনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেন শেখ হাসিনা। আধাঘণ্টার ভাষণটি শেষ হয় রাত ৮টায়। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে বিটিভি ভাষণটি সরাসরি সম্প্রচার করে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর পুরো ভাষণটি পড়ুন এখানে—

ভাষণের শুরুতেই দেশবাসীকে নতুন খ্রিষ্টীয় বছরের শুভেচ্ছা জানান শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতার সংগ্রামে জীবন উৎসর্গকারী সবার প্রতি শ্রদ্ধা জানান তিনি। এছাড়া বিভিন্ন সময় গণতন্ত্রের আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন, তাদেরও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

আরও পড়ুন- ভুল-ভ্রান্তি শুধরে চ্যালেঞ্জ মোকাবিলার অঙ্গীকার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে জাতির মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঘিরে মুজিববর্ষ পালন করা হচ্ছে বলে জানান বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে যাওয়াই লক্ষ্য থাকবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৪৭ সালে ভারত ভাগের পর বাংলাদেশের এই ভূখণ্ড পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হলেও তাদের ‘পোড়ামাটি’ নীতির কারণে যাবতীয় অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়। সেই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনে জাতির পিতা সর্বশক্তি নিয়োগ করেছিলেন। কিন্তু তাকে সপরিবারে হত্যার পর দেশের অগ্রগতি থেমে যায়। পরবর্তী সরকারগুলোও দেশকে একটি মর্যাদাহীন রাষ্ট্রে পরিণত করেছিল। ১৯৯৬ সালে সরকার ক্ষমতায় আসার পর ফের সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও তাদের জীবনমান উন্নয়নসহ সবার মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। ২০০১ সালে বিএনপি-জামায়াত ফের ক্ষমতায় এলে লুটপাটের সংস্কৃতি চালু হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ফের দেশ আর্থসামাজিক উন্নয়নের দিকে এগিয়ে যেতে থাকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- দুর্নীতিবাজ যেই হোক, ছাড় নয়— ফের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগ মুখরোচক প্রতিশ্রুতি দেওয়ায় বিশ্বাসী না জানিয়ে শেখ হাসিনা বলেন, তারা সেটিই বলেন, যেটি তাদের বাস্তবায়নের সামর্থ্য রয়ৈছে। ২০০৮ সালের নির্বাচনের আগে রূপকল্প ২০২১ ঘোষণার পর গত ১০ বছরে তা অনেকটাই বাস্তব রূপ পেয়েছে দাবি করে তার সপক্ষে বিভিন্ন তথ্য-পরিসংখ্যান উল্লেখ করেন তিনি। একইসঙ্গে আগামী দিনে বাংলাদেশ কোন পথে চলবে, তার জন্যই স্বল্প ও দীর্ঘ মেয়াদি বিভিন্ন পরিকল্পনা সরকার এরই মধ্যে প্রণয়ন করেছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

আরও পড়ুন- জাতির জীবনে নতুন জীবনীশক্তি সঞ্চারিত করতেই মুজিববর্ষ উদযাপন

পদ্মাসেতু ও মেট্রোরেলের নির্মাণ কাজ দৃশ্যমানভাবে এগিয়ে যাওয়া, পাতালরেলের সম্ভাব্যতা যাচাই শুরু, দেশের গুরুত্বপূর্ণ সব সড়ক চার লেনে উন্নীতকরণ, নতুন রেলপথ নির্মাণ, বিমান বহরে নতুন ছয়টি ড্রিমলাইনার যুক্ত করা, প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দিতে ৯৫ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া ও ৯৭ ভাগ মানুষকে উন্নত স্যানিটেশন সুবিধার আওতায় আনা, টেকসই বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন, এলএনজি টার্মিনাল স্থাপন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জেলা হাসপাতালে শয্যা বাড়ানো ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, শস্য ও মাছ-মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ শীর্ষ দেশগুলোর কাতারে স্থান পাওয়া— এমন নানা অর্জনের কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের বৃত্তি ও উপবৃত্তি দিচ্ছে, তাদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। একইসঙ্গে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর মাধ্যমে সব ধরনের মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন- ‘মুখরোচক প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই’

সরকার গঠনের সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছিলেন সরকারপ্রধান শেখ হাসিনা। সরকারের একবছর পূর্তিতে ফের সেই প্রত্যয়ের কথা জানিয়েছেন তিনি। দুর্নীতিবাজদের হুঁশিয়ারি দিয়ে শেখ হাসিনা বলেন, তার যত শক্তিশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয়ও জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘গত একবছর আমরা চেষ্টা করেছি আপনাদের সর্বোচ্চ সেবা দিতে। আমরা সবক্ষেত্রে শতভাগ সফল হয়েছি, তা দাবি করব না। কিন্তু এটুকু জোর দিয়ে বলতে পারি, আমাদের চেষ্টায় ত্রুটি ছিল না। অতীতের ভুল-ভ্রান্তি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। সকলের সহযোগিতায় আমরা সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করব, ইনশাল্লাহ।’

জাতির উদ্দেশে ভাষণ টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ভাষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর