Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোলাইমানির শেষকৃত্যে লাখো মানুষ, পদদলিত হয়ে ৫০ জনের মৃত্যু


৭ জানুয়ারি ২০২০ ১৫:৫৭ | আপডেট: ৭ জানুয়ারি ২০২০ ২১:৩৩

মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের রেভুলেশনারি গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ নেতা কাসেম সোলাইমানির শেষকৃত্যে লাখো মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সোলাইমানির নিজ শহর কেরমানে অনুষ্ঠিত এই শেষকৃত্যে অংশ নিতে গিয়ে পদদলিত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

ইরানের জরুরি মেডিকেল সেবা বিভাগের প্রধান পীর হোসেন কৌলিবন্দ জানিয়েছেন, ওই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কয়েকজন হতাহত হয়েছেন। তবে তিনি নির্দিষ্ট করে কোনো সংখ্যা জানাতে ব্যর্থ হয়েছেন।

বিজ্ঞাপন

নিউজ ১৮ জানিয়েছে, জেনারেল কাসেম সোলাইমানির শেষকৃত্যে অংশ নিতে কালো পোশাক পরে ভক্তরা অংশ নেন। তারা এ সময় সোলাইমানির ছবি বহন করছিলেন। অ্যাসোসিয়েটেড প্রেসের স্থানীয় সংবাদদাতা উল্লেখ করেছেন, ওই শেষকৃত্যানুষ্ঠানে অন্তত দশ লাখ মানুষ অংশ নিয়েছে। অনুষ্ঠানস্থল থেকে পাওয়া কৃত্রিম ঊপগ্রহের চিত্রেও বিশাল লোক সমাগমের বিষয়টি ধরা পড়েছে।

প্রসঙ্গত, ইরানের রেভুলেশনারি গার্ড কোরের শীর্ষনেতা কাসেম সোলাইমানি শুক্রবার (৩ জানুয়ারি) বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় মারা যান। তারপর থেকেই ইরান-মার্কিন সম্পর্ক এক নতুন মাত্রা পেয়েছে। নিয়মিতভাবে তাদের মধ্যে হুমকি পাল্টা হুমকির আদান প্রদান চলছে।

এদিকে, জেনারেল কাসেম সোলেমানিকে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মনে করা হতো। রাজধানী তেহরানে তার জানাযার নামাজ পরিচালনা করতে গিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে কাঁদতে দেখা গিয়েছিল।

ইরান যুক্তরাষ্ট্র শেষকৃত্য

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর