ঢাবিতে ধর্ষকের কুশপুত্তলিকা দাহ
৭ জানুয়ারি ২০২০ ১৫:৪২ | আপডেট: ৭ জানুয়ারি ২০২০ ১৭:৩০
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজু ভাস্কর্যের সামনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করে ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পরিবার। এতে বিভাগের প্রায় শতাধিক ছাত্র ও শিক্ষক অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া অনিকা আনজুমা অরণি বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। যথাযথ সময়ে বিচার করলে ধর্ষণ এত বৃদ্ধি পেত না। আমরা একজন নারী ধর্ষণ হওয়ার পর তার চরিত্র সম্পর্কে খোঁজ নেই । এটা হলো ধর্ষিতাকে মানসিকভাবে ধর্ষণ। আজকে যদি আমরা বিচার না চাই তাহলে কালকে আরও অসংখ্য নারী ধর্ষিত হবে। তাই প্রত্যেক মেয়ের নিরাপত্তার জন্য আমাদের প্রতিবাদ করতেই হবে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, আজকে উন্নয়নের কথা বলা হচ্ছে। দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়াই সবচেয়ে বড় উন্নয়ন। তাই এই ঘটনার দ্রুত বিচার ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে তার দিকে সজাগ থাকতে হবে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাতে রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঘটনার পর থেকে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করছেন বিভিন্ন ছাত্র সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীরা।
আরও পড়ুন:-
ধর্ষককে গ্রেফতার ও বিচার দাবিতে অনশনে ঢাবির ৪ শিক্ষার্থী
স্টপেজ ‘ভুল’ করাতেই ধর্ষণের শিকার ঢাবি শিক্ষার্থী
‘চারদফা ধর্ষণের শিকার মেয়েটি, টিপে ধরা হয়েছিল গলা’
ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় আলামত সংগ্রহে র্যাব ও ডিবি
ঝোপের মধ্যেই ধর্ষণ, ছড়ানো ছিলো শিক্ষার্থীর বই-ঘড়ি-ইনহেলার
ধর্ষণের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
‘ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে’
কুর্মিটোলায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
ঢাবির ওই শিক্ষার্থীর চিকিৎসায় ৭ সদস্যের মেডিকেল বোর্ড
ছাত্রী ধর্ষণের ঘটনায় শাহবাগ থানায় ঢাবি প্রশাসনের অভিযোগ
ধর্ষণের প্রতিবাদে সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন করবে ছাত্রলীগ
কুর্মিটোলা কুর্মিটোলায় ধর্ষণ ক্রাইম সিন ক্ষণিকা টপ নিউজ ঢাবি শিক্ষার্থী ধর্ষণের শিকার ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণ ধর্ষণের আলামত বাস স্টপেজ