Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় পানি সংকট: দশ হাজার উট মেরে ফেলার সিদ্ধান্ত


৭ জানুয়ারি ২০২০ ১৪:৪৬ | আপডেট: ৭ জানুয়ারি ২০২০ ১৪:৫২

তীব্র খরার মুখে দক্ষিণ অস্ট্রেলিয়ায় দশ হাজার উট মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সেই অঞ্চলের আদিবাসী নেতারা। বুধবার (৮ জানুয়ারি) হেলিকপ্টার থেকে পেশাদার শ্যুটাররা গুলি করে হত্যা করবে উটগুলোকে। খবর ডেইলি মেইল।

দশ হাজার উট গুলি করে হত্যা করতে পাঁচ দিন সময় লাগবে বলে জানানো হয়েছে। তীব্র খরার মধ্যে পানির সন্ধানে উটগুলো আশেপাশের জনবসতি তছনছ করে ফেলছে। এই উৎপাত থেকে বাঁচার জন্যই এ রকম হিংস্র সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ অস্ট্রেলিয়ার আদিবাসী নেতারা।

বিজ্ঞাপন

এছাড়াও, মিথেন গ্যাস উৎপাদনের মাধ্যমে এই উটগুলো বৈশ্বিক উষ্ণায়নেও ভুমিকা রাখছে বলে জানানো হয়েছে। বছরে তারা এক টন পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি করে।

আদিবাসী সংগঠনের নির্বাহী কমিটির সদস্য মারিটা বেকার দ্য অস্ট্রেলিয়ানকে জানিয়েছেন, এমনিতেই তীব্র গরম ও খরার মধ্যে মানুষ তাদের জীবন যাপনে হিমশিম খাচ্ছে। তার ওপর ওই উটগুলো মানুষের বাসাবাড়িতে পানির সন্ধানে আসছে। এমনকি এয়ারকন্ডিশনার মেশিন থেকে গড়িয়ে পড়া পানি থেকে তাদের পানি পান করতে দেখা যাচ্ছে।

যদিও, অস্ট্রেলিয়ার জ্বালানি এবং পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উটগুলোর দ্বারা নিঃসরিত মিথেন গ্যাসের ব্যাপারে এতোদিন মন্ত্রণালয়ের কাছে কোনো নথি ছিল না।

অস্ট্রেলিয়া উট টপ নিউজ পানি সংকট হত্যা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর