Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী বান্ধব ঢাকা গড়ার প্রতিশ্রুতি আতিকের


৭ জানুয়ারি ২০২০ ১৩:৪৪

ঢাকা: নারী বান্ধব ঢাকা শহর গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, নারীরা যেন ঢাকা শহরে নির্বিঘ্নে চলচল করতে পারে যে ব্যবস্থা নেওয়া হবে। নারীবান্ধব ঢাকা শহর গড়ে তোলা হবে। আমার নির্বাচনি ইশতেহারে তা উল্লেখ থাকবে। ঢাকা শহরে যেখানে অন্ধকার আছে সেখানে আলোর ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণকারীকে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ এই মানববন্ধনের আয়োজন করে। এতে কলেজের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই’; ‘বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষকের ঠাই নাই’; ‘আমার বোন লাঞ্চিত কেন, জবাব চাই, দিতে হবে’; ‘ধর্ষকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’; ‘মা-বোনদের নিরাপত্তা চাই, ধর্ষকমুক্ত বাংলাদেশ চাই’; ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’সহ বিভিন্ন ধরনের প্লাকার্ড বহন করেন।

শিক্ষার্থীদের মানববন্ধনে অংশ নিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িত মানুষরূপী পশুর দৃষ্টান্তমমূলক শাস্তি দাবি করছি। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিকল্প নেই। নুসরাত হত্যায় যেভাবে দ্রুত বিচার হয়েছে তেমনি এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার করা হবে বলে আমরা আশা করি।’

সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে মানববন্ধন উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আশরাফ হোসেন, উপাধ্যক্ষ আবিদা সুলতানা, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মানিক হোসেন মানিকসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আতিকুল ইসলাম ঢাকা নারী বান্ধব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর