মেক্সিকোতে মাদক বিরোধী অভিযানে ৬০ হাজার মানুষ গুম
৭ জানুয়ারি ২০২০ ১১:৫৪
মেক্সিকোতে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মাদক বিরোধী অভিযানের নামে ৬০ হাজার মানুষ গুম হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) মেক্সিকোর ন্যাশনাল সার্চ কমিশনের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
এর আগে, ধারণা করা হয়েছিল এই অভিযানে ৪০ হাজারের মতো মানুষ গুম হয়েছেন। তাদের মধ্যে ২০১৯ সালেই হত্যা করা হয়েছে ৩১ হাজার জনকে। যদিও এক্ষেত্রে মাদক ব্যবসায়ী এবং সংঘবদ্ধ অপরাধীদের দায়ী করা হচ্ছে। কিন্তু, মাদক বিরোধী অভিযানে হত্যা ও গুমের দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঁধেও রয়েছে।
মেক্সিকোর সার্চ কমিশন জানিয়েছে, গুম হওয়া ৫৩% এর বয়স ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে এবং তাদের মধ্যে ৭৪% পুরুষ।
প্রসঙ্গত, ১৯৬৪ সাল থেকে শুরু হওয়া এই মাদক বিরোধী অভিযানে মোট গুম হয়েছেন ৬১ হাজার ৬৩৭ জন। ২০০৬ সাল থেকে প্রেসিডেন্ট ফেলিপ কাল্ডেরন মাদক বিরোধী অভিযানের সাথে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার পর থেকেই মোট ৬০ হাজার গুমের ঘটনা রেকর্ড করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে সার্চ কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র ৫ হাজার মানুষ ২০১৯ সালেই গুম হয়েছেন। ওই সার্চ কমিশনের মুখপাত্র জানিয়েছেন, এই তথ্যগুলো ভৌতিক এবং পরিবারের কাহিনী আরও কষ্টের।
লাতিন আমেরিকার ইতিহাসে ৪০ হাজার মানুষ গুম হয়েছিলেন ৩৬ বছরের গুয়েতেমালা গৃহযুদ্ধে এবং ৬ বছরের গৃহযুদ্ধে আর্জেন্টিনায় ৩০ হাজার গুম হওয়ার ঘটনা ঘটেছিল।
মেক্সিকোর মানবাধিকার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরেই মোট দেড় হাজার মৃতদেহ খুঁজে পাওয়া গেছে যাদের নির্বিচারে হত্যা করা হয়েছে।