Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর অনুদান


৭ জানুয়ারি ২০২০ ০৩:৩২

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানকে প্রায় ৯ কোটি টাকা অনুদান প্রদান করেছেন।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী এ অনুদান প্রদান করেন। প্রধানমন্ত্রী মোট আট কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকার চেক তাদের হাতে তুলে দেন। প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধি ও ব্যক্তিরা নিজে কিংবা প্রতিনিধি পাঠিয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে চেক গ্রহণ করেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী অসুস্থ মুক্তিযোদ্ধা, ১৯৭১ গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর, ভাষাসৈনিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, খেলোয়াড়, চলচ্চিত্র পরিচালক ও ক্রীড়া সংগঠকদের অনুদান দেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নির্যাতনের শিকার আওয়ামী লীগ নেতা-কর্মীর পরিবারের সদস্যদের হাতেও অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী।

এছাড়াও সম্প্রতি ১২তম এস এ গেমসে সাঁতার, ভারোত্তোলন ও শুটারে স্বর্ণপদক জয়ী যথাক্রমে মাহফুজা খাতুন শিলা, মাবিয়া আক্তার সিমান্ত এবং শাকিল আহমেদকে একটি করে ফ্ল্যাট প্রদান করেন।

পাশাপাশি প্রধানমন্ত্রী রাজধানীর পল্লবীর বঙ্গবন্ধু সরকারি কলেজ এবং নাটোরের নবাব সিরাজ-উদ্দৌলা কলেজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, চলতি শীত মৌসুমে উত্তরবঙ্গ, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের চা শ্রমিকদের মধ্যে এই পর্যন্ত ২৪ লাখ কম্বল বিতরণ করা হয়েছে।

অনুদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর