Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিকে শামীম সংশ্লিষ্ট ১৯৪ ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ


৬ জানুয়ারি ২০২০ ২২:১৯

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত গণপূর্তের ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া (জিকে) শামীম এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৯৪টি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তাপস কুমার পাল জানান, রাজধানীর গুলশান থানার ২৯ (৯) ১৯ নম্বরের মানিলন্ডারিং আইনের মামলায় আসামি জিকে শামীমের বিরুদ্ধে সিআইডি ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, আসামি শামীম ও অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নিজ নামীয় লাইসেন্সকৃত অস্ত্র প্রকাশ্য বহন করে লোকজনকে ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, মাদক ও জুয়ার ব্যবসাসহ স্থানীয় বাস টার্মিনাল, গরুর হাট-বাজার নিয়ন্ত্রণসহ চাঁদাবাজি করে স্বনামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক হয়।

এছাড়া দীর্ঘদিন ধরে জুয়ার ব্যবসাসহ স্থানীয় বাস টার্মিনাল, গরুর হাট-বাজারে চাঁদাবাজি করে অবৈধভাবে কোটি কোটি টাকা আত্মসাত করেছে জিকে শামীম। চাঁদাবাজির নামে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে দেশে ও বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন করে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে স্থানান্তরসহ নিজের হিসাবে বিপুল পরিমাণ টাকা গচ্ছিত রাখে।

আসামি জিকে শামীম র‍্যাবের অভিযানে ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, ৯ হাজার ইউএস ডলার, ৭৫২ সিঙ্গাপুর ডলার, ১৬৫ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার ১০টি এফডিআর, ৩২ টি ব্যাংক অ্যাকাউন্ট ও চেকবইসহ গ্রেফতার হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অপরাধলব্ধ আয় সংক্রান্ত ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। আসামির অপরাধলব্ধ আয় অবরুদ্ধ না হলে ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে আইনের উদ্দেশ্য ব্যাহত হতে পারে।

বিজ্ঞাপন

জিকে শামীম ফ্রিজের নির্দেশ ব্যাংক হিসাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর