শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ঢাবিতে মশাল মিছিল
৬ জানুয়ারি ২০২০ ২১:৩৩ | আপডেট: ৬ জানুয়ারি ২০২০ ২১:৩৪
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় অপরাধীর বিচার ও শাস্তির দাবিতে ঢাবি ক্যাম্পাসে মশাল মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজু ভাস্কর্য থেকে এই মশাল মিছিল বের করে তারা। এ সময় ধর্ষণের জড়িতদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা।
রোববার (৫ জানুয়ানি) সন্ধ্যায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে ধর্ষণের শিকার হন ওই ছাত্রী। বান্ধবীর বাসা শেওড়া হলেও ভুল করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে ঢাবির বাস থেকে নেমে যান তিনি। এ সময় কয়েকজন তাকে মুখ চেপে ধরে পাশের জঙ্গলে নিয়ে অজ্ঞান অবস্থায় ধর্ষণ করে। পরে গভীর রাতে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এই ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সোমবার সকালে অজ্ঞাত পরিচয় কয়েজনকে আসামি করে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মেয়েটির পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।