ইভিএম নট ইস্যু: শাহাদাত
৬ জানুয়ারি ২০২০ ২০:৫২ | আপডেট: ৬ জানুয়ারি ২০২০ ২১:০৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে যেন কোনো অঘটন না ঘটে, সেজন্য কঠোর থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।
তিনি বলেছেন, আমরা চাই একটা সুষ্ঠু, অবাধ ও আইনানুগ নির্বাচন। সেটা ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে। এজন্য আজ (সোমবার) থেকে ওই আসনের ৫৩টি স্থানে ইভিএম প্রদর্শন করা হচ্ছে।
সোমবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন দুপুরে নগরীর লাভ লেইনে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এবং চট্টগ্রাম সার্কিট হাউজে পৃথক দু’টি সভা হয়েছে।
শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘র্যাব-পুলিশ-আনসার-বিজিবি, গোয়েন্দা সংস্থাসহ সবাইকে বলেছি, কোনো অঘটন যেন না ঘটে। তবে নির্বাচন খেলার মাঠ। প্রতিদ্বন্দ্বিতা আছে। সবাই চায় জিততে। ছোটখাটো কিছু অভিযোগ থাকবেই।’
এসময় ইভিএম নিয়ে বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসে। তিনি বলেন, ‘ইভিএম নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। আমরা এটা ভোটারদের কাছে পরিচিত করছি। চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ইভিএম নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইভিএমে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে, রূপগঞ্জে ৭০ শতাংশের বেশি। ইভিএম নট ইস্যু। আপনারা চাইলে ইভিএম মেশিন পরীক্ষা করে দেখতে পারেন।’
তিনি বলেন, ইভিএমে আস্থা না থাকার কোনো কারণ নেই। ইভিএমের ওপর বেশি আস্থা রাখা উচিত। কারণ সমসাময়িক কালে নির্বাচনের ব্যাপারে অনিয়মগুলোর অধিকাংশ ইভিএমের মাধ্যমে সমাধান করা হয়েছে।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আস্থার নির্বাচন পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না বলেও মন্তব্য করেছেন তিনি।
শাহাদাত বলেন, ‘নির্বাচনে আস্থার বিষয়টি যদি পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর রাখা হয়, তাহলে আমরা মনে করি আমাদের ওপর অন্যায় করা হবে। রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনে আসেন। সুতরাং ভালো নির্বাচনের জন্য প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী, ভোটার, গণমাধ্যমকর্মী, সিভিল সোসাইটিসহ সবার ভূমিকা আছে।’
এদিকে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় যোগ দিতে মঙ্গলবার চট্টগ্রামে আসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বুধবার এই সভা অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার বিকেলে সিইসি’র চট্টগ্রাম-৮ নির্বাচনী এলাকায় যাওয়ার কথা রয়েছে।