Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাটের তৈরি সোনালি ব্যাগ টেকসই ও সহজলভ্য করা হবে’


৬ জানুয়ারি ২০২০ ১৭:৫৯

ঢাকা: পরিবেশ দূষণ রোধে পাটের তৈরি সোনালি ব্যাগ টেকসই ও সহজলভ্য করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। এছাড়া বায়ুমান উন্নত করতে নির্মল বায়ু আইন প্রণয়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) পরিবেশ সচেতনতামূলক এক কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

বিজ্ঞাপন

এ সময় পরিবেশমন্ত্রী বলেন, ‘পলিথিন এবং প্লাস্টিকের বহুল ব্যবহার মারাত্মকভাবে পরিবেশের ক্ষতি করছে। এজন্য সরকার নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে পাটের তৈরি সোনালি ব্যাগের গ্রহণযোগ্যতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। এ ব্যাগের আবিষ্কারক বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী ড. মোবারক আহমদ খানকে দশ কোটি টাকা দেওয়া হয়েছে। এ অর্থ সোনালি ব্যাগের প্রতিটির বর্তমান বাজার দর দশ টাকা থেকে কমিয়ে পাঁচ টাকা এবং অধিক দিন ব্যবহার উপযোগী করার গবেষণার কাজে ব্যয় হবে।’

গবেষণা সফল হলে জনগণ পলিথিনের পরিবর্তে পাটের সোনালি ব্যাগ ব্যবহারে উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মো. শাহাব উদ্দিন।

জলবায়ু পরিবর্তনমন্ত্রী বলেন, ‘বায়ু, মাটি, পানি ও শব্দসহ সবধরনের পরিবেশ দূষণরোধে কাজ করছে সরকার। বায়ুমান উন্নত করতে নির্মল বায়ু আইন প্রণয়ন করা হচ্ছে। বায়ুদূষণ রোধে গত এক মাসে ঢাকার আশেপাশের অবৈধ ৯৯টি ইটভাটা ধ্বংস করা হয়েছে। এছাড়া ৯৩টি ইটভাটাকে তিন কোটি ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সচিবালয়ের আশেপাশে শব্দদূষণ রোধে হর্ন বাজনোর দায়ে এখন পর্যন্ত ৬৬ জনকে জরিমানা করা হয়েছে। হর্নবিহীন এলাকার পরিসর বাড়ানো হবে।’

বিজ্ঞাপন

আইনানুগ ব্যবস্থার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘পরিবেশ দূষণ রোধের সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে জনসচেতনতা। এ বিষয়ে জনগণকে সম্পৃক্ত করার অংশ হিসেবে বাণিজ্য মেলায় বার্তাসমৃদ্ধ বেলুন ওড়ানো হচ্ছে। মেলায় আগত দর্শনার্থীরা এ বার্তায় পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন হবে।’

এ সময় মন্ত্রী গণমাধ্যমকর্মীদের পরিবেশ দূষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সহায়তা করার অনুরোধ জানান।

এর আগে বাণিজ্য মেলার ভি আই পি গেটে বার্তাসমৃদ্ধ বেলুন উত্তোলনের পর এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মেলার বঙ্গবন্ধু প্যাভিলিয়নে গিয়ে শেষ হয়। মন্ত্রী সেখানে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও বঙ্গবন্ধু প্যাভিলিয়ন ঘুরে দেখেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি, সচিব মো. আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. এ.কে.এম. রফিক আহাম্মদসহ পরিবেশ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টেকসই সহজ লভ্য সোনালি ব্যাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর