‘আতিকুল ইসলাম নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেননি’
৬ জানুয়ারি ২০২০ ১৬:৫০ | আপডেট: ৬ জানুয়ারি ২০২০ ১৯:৪৬
ঢাকা: আতিকুল ইসলাম নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেননি বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে বিএনপির অভিযোগের বিষয়ে তিনি এসব কথা বলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে গণমাধ্যমের পরিচিতির জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তোফায়েল আহমেদ বলেন, ‘উনি (মেয়রপ্রার্থী আতিকুল) একটা অফিস উদ্বোধন করেছেন। এটা স্বাভাবিক। কারণ নির্বাচন কাজ পরিচালনা করতে গিয়ে বিভিন্ন ওয়ার্ড, কেন্দ্রে অফিসের প্রয়োজন হয়। এক্ষেত্রে আইনেও কিন্তু কোনো বাধা নেই। আর তাই নির্বাচনী অফিসের কার্যক্রম শুরু করা আইনের লঙ্ঘন হতে পারে না।’
দুই সিটির এই নির্বাচনকে আমরা গুরুত্ব সহকারে নিয়েছি উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘নির্বাচন পরিচালনায় নেত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করে জয়ী হতে চাই। জনগণের ভোটের মাধ্যমে জয়ী হতে চাই। এর জন্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবো। প্রতি বাড়িতে তিন থেকে চারবার গিয়ে আমাদের মেয়র প্রার্থী আতিকের পক্ষে ভোট চাইবো। বলপ্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন জিতবো, এই আশা আমরা করি না।’
এমপিকে নিয়ে নির্বাচনি ক্যাম্প উদ্বোধন: আতিকুলকে শোকজ
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি যেন সাবলীলভাবে কাজ করতে পারে এজন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশন কার্যালয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন- নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও তথ্য সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ চৌধুরী, মীর্জা আজম, ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা জয়দেব নন্দীসহ অন্যরা।