Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝোপের মধ্যেই ধর্ষণ, ছড়ানো ছিলো শিক্ষার্থীর বই-ঘড়ি-ইনহেলার


৬ জানুয়ারি ২০২০ ১৬:১৩ | আপডেট: ৬ জানুয়ারি ২০২০ ১৬:৫৩

ঢাকা: রাজধানীর কুর্মিটোলা এলাকায় সড়কের পাশের ঝোপের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছিলো বলে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর ইউনিভার্সিটির বই, চাবির রিংসহ চাবি, ইনহেলার, ঘড়ি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে কুর্মিটোলা গলফ ক্লাবের পাশের রাস্তায় এক বিফ্রিংয়ে গুলশান বিভাগের উপ-কমিশনার সুদিপ্ত কুমার চক্রবর্তী এসব কথা জানান। তিনি জানান, ধর্ষণের ঘটনাস্থল থেকে গ্যাস লাইটার, কালো প্যান্ট, টুপি, জুতাসহ আরও কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন

সিআইডি ক্রাইম সিনের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম এসব আলামত সংগ্রহ করেন। তিনি বলেন, ‘ঝোপের মধ্যে ইউনিভার্সিটির বই, চাবির রিংসহ চাবি, ইনহেলার, গ্যাস লাইটার, কালো প্যান্ট, টুপি, জুতা, ঘড়িসহ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। এগুলো ল্যাবে পাঠানো হবে।’

সর্বশক্তি দিয়ে ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে: গুলশান ডিসি

এক প্রশ্নের জবাবে উপ-কমিশনার সুদিপ্ত কুমার বলেন, ‘ভিকটিমের সঙ্গে কথা বলে জানা গেছে অভিযুক্ত একজন। এই এলাকাটি অনেক ব্যস্ত। এখানে সাধারণত সবাই রানিংয়ে থাকেন। জায়গাটা নির্জন হওয়ায় এ ঘটনা ঘটাতে সাহস পেয়েছে অপরাধী।

অন্যদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশেরও একটি দলও ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন।

কুর্মিটোলা এলাকায় ঢাবি শিক্ষার্থী ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর