‘খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে’
৬ জানুয়ারি ২০২০ ১৬:১২ | আপডেট: ৬ জানুয়ারি ২০২০ ১৬:৫১
ঢাকা: কারাবন্দি খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতা ও খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ মির্জা ফখরুল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল তার আত্মীয়-স্বজন দেখা করে এসে ভারাক্রান্ত মন নিয়ে ফিরেছেন। অঝোর কান্নায় তারা বলেছেন দেশনেত্রী গুরুতর অসুস্থ। তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে এবং তিনি এখন কিছু খেতে পারছেন না। সব বেরিয়ে আসছে, যা মুখে দিচ্ছেন। বিছানা থেকে নেমে মাত্র দশ পা দুরে টয়লেট। সেখানেও তিনি যেতে পারছেন না। তাকে দুইজন মানুষের সাহায্যে কোনো ক্রমে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে।’
‘মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়ার পরেই কিন্তু বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন। আমরা বার বার সেই বিষয়গুলো আপনাদের মাধ্যমে জাতির কাছে তুলে ধরেছি। কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছি, যেন তাকে মুক্ত করা হয়। আমরা বরাবর বলেছ, ন্যূনতম যে জামিন, সেটা পাওয়া তার অধিকার, সাংবিধানিক অধিকার। সেটা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। দুর্ভাগ্যের বিষয় যে, সরকার এই কাজটি করতে গিয়ে সম্পূর্ণ বিচারবিভাগ নিয়ন্ত্রণ করেছে, উচ্চ আদালতকে তারা নিয়ন্ত্রণ করে ফেলেছে’— বলেন মির্জা ফখরুল।
তিনি অভিযোগ করে বলেন, ‘এ কারণেই সর্বশেষ যে আপিল, সেই আপিল খারিজ করে দেওয়া হয়েছে। জামিন দেওয়া হয়নি, তাকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। এই ধরনের মামলায় প্রায় সবাই এখন জামিনে আছে। ব্যারিস্টার নাজমুল হুদা থেকে শুরু করে মহিউদ্দন খান আলমগীর— সবাই জামিনে আছেন। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়াকে জামিন দেওয়া হয় না। একটিমাত্র কারণে তাকে জামিন দেওয়া হয় না, সেটি হলো রাজনৈতিক প্রতিহিংসা।‘
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপর স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনান্য নেতারা।