ধর্ষণের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
৬ জানুয়ারি ২০২০ ১৫:১০ | আপডেট: ৬ জানুয়ারি ২০২০ ১৫:১১
ঢাবি: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (৬ জানুয়ারি) সকাল থেকেই মানববন্ধন, সমাবেশ, অবরোধ, বিক্ষোভে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। অবিলম্বে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুরো ক্যাম্পাসই শিক্ষার্থীদের স্লোগানে মুখর।
ক্যাম্পাসের সব ছাত্র সংগঠনই ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে কর্মসূচি পালন করেছে। সাধারণ শিক্ষার্থীরাও নানা সোচ্চার হয়েছেন বিভিন্ন কর্মসূচিতে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও ধর্ষণের বিচার চেয়ে কর্মসূচি পালন করেছে।
দুপুরে সাধারণ শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল বের করেন। বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীরা এতে অংশ নেন। বিক্ষোভে সাবেক শিক্ষার্থীরাও যোগ দেন। এছাড়া শাহবাগে অবরোধ শেষে করা হয়েছে প্রতিবাদ সমাবেশ।
এছাড়া সকালে, রাজু ভাস্কর্যে মানববন্ধন করে ছাত্রলীগ। সেখানে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এই ধর্ষণের প্রতিবাদ জানিয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বেলা ১১টায় মানববন্ধন হবে। এছাড়া বুধবার ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিটে মানববন্ধনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’ এসময় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার আইন শিগগিরই পাস করার অনুরোধ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি।
মানববন্ধনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও ঢাবি শাখার শীর্ষ নেতাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন থেকে অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করে বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা ‘ধর্ষণ করতে বর্জন, ঢাবি করো গর্জন’, ‘স্বাধীন দেশে আর কত?’, ‘চিৎকার কানে পৌঁছাবে কবে?’ ‘আমি বাংলাদেশ, আমি লজ্জিত’, ‘বাঙালি অভিধানে আর থাকবে না ধর্ষণ’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড তুলে ধরেন।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। সেখানে এসে সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ভিপি শেখ তাসনিম ইমি আগামীকাল আবার বিক্ষোভের ডাক দিয়ে অবরোধ কর্মসূচি শেষ করেন। এসময় শাহবাগ থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্যে যায়।
ধর্ষণের প্রতিবাদ জানিয়ে ক্যাম্পসে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলও। সকালে অপরাজেয় বাংলাদেশ ভাস্কর্য চত্বরে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিও জানান তারা।
এছাড়াও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বিভিন্ন বাম সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন, টিএসসি কেন্দ্রিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোও ধর্ষণের প্রতিবাদে কর্মসূচি পালন করেছে।
আরও পড়ুন:
বিচারহীনতার কারণেই বারবার ধর্ষণ: ডাকসু ভিপি
ধর্ষণের প্রতিবাদে সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন করবে ছাত্রলীগ
উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শিক্ষার্থী ধর্ষণ