Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেনেজুয়েলায় দুই এমপি নিজেদের স্পিকার দাবি করছেন


৬ জানুয়ারি ২০২০ ১৫:০৯ | আপডেট: ৬ জানুয়ারি ২০২০ ১৫:১১

ভেনেজুয়েলায় দুইজন এমপি আলাদা আলাদাভাবে নিজেদেরকে সংসদের স্পিকার হিসেবে দাবি করেছেন। দেশটির রাজনীতিতে গোলযোগপূর্ণ একদিন পার করার পর দুইজন এমপির এই দাবি নিয়ে সরব হয়েছে গণমাধ্যম। সোমবার (৬ জানুয়ারি) এ খবর জানিয়েছে বিবিসি।

এর আগে, রোববার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্র সমর্থিত বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো এবং বিরোধী লুইস পাররা উভয়েই নিজেকে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দাবি করেছেন।

এদিকে, হুয়ান গুয়াইদো বিবিসিকে জানিয়েছেন, তিনিই দ্বিতীয় মেয়াদে স্পিকার হিসেবে নির্বাচিত হতেন কিন্তু সংসদে ঢোকার মুখে পুলিশ তাকে বাঁধা দেয়। বিবিসির প্রকাশিত একটি ছবিতে দেখা যায় গুয়াইদো পুলিশের ব্যারিকেড টপকে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগের মুখে পদত্যাগের পর এই হুয়ান গুয়াইদো নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছিলেন। এবং ঘোষণার সঙ্গেসঙ্গেই তিনি ৬০ দেশের সমর্থন পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে, নিকোলাস মাদুরো পুনরায় ক্ষমতায় ফিরে আসলে তিনি আবার বিরোধীদলীয় নেতা হিসেবে তার যাত্রা শুরু করেন।

কিন্তু, রোববার (৫ জানুয়ারি) গুয়াইদোর সাবেক সহকর্মী লুইস পাররা বলেন, গুয়াইদো স্পিকার পদ থেকে তার বিরোধীদের ভোটে ছিটকে গেছেন। পরে রাষ্ট্রীয় প্রচারমাধ্যম থেকে লুইস পাররাকে স্পিকার হিসেবে ঘোষণা করা হয়।

ভেনেজুয়েলা লুইস পাররা স্পিকার হুয়ান গুয়াইদো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর