ধর্ষণের শিকার ঢাবি শিক্ষার্থীর বাবার এজাহার দায়ের
৬ জানুয়ারি ২০২০ ১২:৫৪ | আপডেট: ৬ জানুয়ারি ২০২০ ১৩:৩৭
ঢাকা: ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বাবা রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক সারাবাংলাকে বলেন, মেয়েটির বাবা একটি অভিযোগ দিয়েছেন। আমরা মেয়েটির সাথে কথা বলেছি। মামলা প্রক্রিয়াধীন আছে। যেকোনো সময় মামলা করা হবে।
মেয়েটির অভিযোগ, ৫ জানুয়ারি শেওড়াপাড়ায় যাওয়ার উদ্দেশে ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে কুর্মিটোলা বাসস্টপে নামেন। এরপর অজ্ঞাত এক ব্যক্তি পেছন থেকে তার মুখ চেপে ধরে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে মারধর এবং বেশ কয়েকবার ধর্ষণ করা হয়। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে রাত ১০টার দিকে জ্ঞান ফিরে পেলে সহপাঠীদের খবর দেয়। এরপর রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে)ভর্তি করা হয়।
এদিকে, ধর্ষণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষকের গ্রেফতার ও বিচার চেয়ে আন্দোলনে নেমেছেন।