Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সোলাইমানিকে হত্যা করে, দুর্দিন ডেকে এনেছে ইসরায়েল, আমেরিকা’


৬ জানুয়ারি ২০২০ ১২:১১ | আপডেট: ৬ জানুয়ারি ২০২০ ১২:১৮

বাগদাদ বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত ইরানের রেভুলেশনারি গার্ডসের শীর্ষ নেতা কাসেম সোলাইমানির কন্যা জয়নাব সোলাইমানি বলেছেন, সোলাইমানিকে হত্যা করার মাধ্যমে ইসরায়েল ও আমেরিকা নিজেদের দুর্দিন ডেকে এনেছে। সোমবার (৬ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের বরাতে এ খবর জানিয়েছে স্পুটনিক নিউজ।

কাসেম সোলাইমানির অন্তেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে জয়নাব আরও বলেছেন, তার পিতাকে হত্যা করার মধ্য দিয়েই যদি উন্মাদ ট্রাম্প ভেবে থাকেন সবকিছু শেষ হয়ে গেছে। তাহলে তা হবে চূড়ান্ত ভুল।

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার (৩ জানুয়ারি) বাগদাদ বিমানবন্দরে মার্কিন বাহিনীর রকেট হামলায় ইরানের রেভুলেশনারি গার্ড কোরের এলিট বাহিনী কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানির মৃত্যু হয়। মার্কিন সদর দফতর পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাগদাদে নিযুক্ত মার্কিন কর্মকর্তাদের হত্যা করার গোপন পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে সোলাইমানিকে হত্যা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি নয় বরং যুদ্ধ পরিস্থিতি এড়াতেই কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে।

এদিকে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের ভয়ংকর প্রতিশোধ চায় ইরান।

আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে উত্তেজনা এড়াতে উভয়পক্ষকে শান্ত থাকার এবং সংলাপের আহবান করা হয়েছে।

ইরাক ইরান কাসেম সোলাইমানি যুক্তরাষ্ট্র হত্যা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর